সুরা মুলক বাংলা উচ্চারণ ও ফজিলত - surah mulk

সুরা মুলক বাংলা উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। কেননা অনেকেই আরবি পড়তে জানে না। কিন্তু সুরা মুলক তেলাওয়াত করতে চান। যারা আরবি জানেন না অথচ সুরা মুলক তেলাওয়াত করতে চান, তাদের জন্য নিচে তুলে ধরা হলো সুরা মুলক বাংলা উচ্চারণ। নিম্নবর্ণিত সুরা মুলক বাংলা উচ্চারণ দেখে দেখে খুব সহজেই আপনি সুরা মুলক তেলাওয়াত করতে পারবেন।

পেজ সূচিপত্র: সুরা মুলক বাংলা উচ্চারণ - surah mulk

সুরা মুলক - সুরা মুলক তেলাওয়াত - surah mulk

নিচে সুরা মুলক তুলে ধরা হলো নিম্নবর্ণিত সুরা মুলক দেখে দেখে খুব সহজেই আপনি সুরা মুলক তেলাওয়াত করতে পারবেন। চলুন দেখে নেয়া যাক সুরা মুলক। 

সুরা মুলক বাংলা উচ্চারণ হলো

  •  তাবারাকাল্লাযী বিইয়াদিহিল মুলকু ওহু হুওয়া ‘আলা কুল্লি শাইয়িং কাদীর। - ১ 
  • আল্লাযী খলাকাল্ মাওতা ওয়াল্ হাইয়া-তা লিইয়াব্লুয়াকুম্ আইয়্যুকুম্ আহছানু ‘আমালা-; অহুওয়াল্ ‘আযীযুল্ গাফূর। - ২ 
  • আল্লাযী খলাকা ছাব্‘আ সামাওয়াতিন ত্বিবা-ক্বান-; মা তার ফী খালক্বির রহমানি মিন তাফাউত। ফারজিয়িল বাছারা হাল তার মিন ফুতূর। - ৩
  • ছুম্মার জিয়িল বাছারা কাররাতাইনি ইয়ান কালিব ইলাইকাল বাছারু খাছিয়াওঁ ওহুয়া হাছীর। - ৪
  • ওয়া লাক্বাদ যাইয়ান্নাস্ সামাআদ দুনইয়া-বিমাছা-বীহা ও জাআ’লনাহা রুজুমাল লিশ শাইয়া ত্বীনি ওয়া আ‘তাদনা লাহুম ‘আযাবাস সায়ীর। - ৫
  • ওয়ালিল্লাযীনা কাফারূ বিরব্বিহিম ‘আযাবু জাহান্নাম, ওয়া বিসাল মাছীর। - ৬
  • ইযা য় উলকূ ফীহা- সামিউ লাহা শাহীকাওঁ ওয়া হিয়া তাফূর। - ৭
  • তাকাদু তামাইয়্যাযু মিনাল গাইযি, কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়া তিকুম নাযীর। - ৮
  • ক্বালু বালা ক্বাদ জা-আনা নাযীর; ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাইয়্যিন ইন আনতুম ইল্লা ফী দ্বালালিন কাবীর। - ৯
  • ওয়া ক্বালু লাও কুন্না নাসমাউ আও না’ক্বিলু মাকুন্না ফী আছহাবির সাইর। - ১০
  • ফা’তারাফূ বিযাম্বিহিম ফাসুহক্বাল লি আছহাবিছ ছায়ীর। - ১১
  • ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রব্বাহুম বিল গাইবি লাহুম মাগফিরাতুওঁ ওয়া আযরুন কাবীর। - ১২
  • ওয়া আছীররু ক্বাওলাকুম আবিজহারু বিহী; ইন্নাহূ আলীমুম বিযাতিছ ছুদূর। - ১৩
  • আলা ইয়া’লামু মান খলাক্বা; ওয়া হুয়াল লাতীফুল খাবীর। - ১৪
  • হুওয়াল্লাযী জাআ’লা লাকুমুল্ আরদ্বা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযক্বিহী ওয়া ইলাইহিন নুশুর। - ১৫
  • আ-আমিনতুম মান ফিস সামায়ি আইঁইয়াখসিফা বিকুমুল আরদ্বা ফাইযা হিয়া তামূর। -১৬
  • আম আমিনতুম মান ফিসছামায়ি আইঁইউরছিলা ‘আলাইকুম হাছিবান ফাসাতা’লামূনা কাইফা নাযীর। - ১৭
  • ওয়ালাক্বাদ কাযযাবাল্লাযীনা মিন কাবলিহিম ফা-কাইফা কানা নাকীর। - ১৮
  • আওয়ালাম ইয়ারাও ইলাত ত্বাইরি ফাওক্বাহুম ছাফফাতিওঁ ওয়া ইয়াক বিদন মা ইয়ুমসিকু হুন্না ইল্লার রাহমানু, ইন্নাহু বিকুল্লি শাইয়িম বাছীর। - ১৯ আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ান্ছুরুকুম মিন দূনির রাহমানি ইনিল কাফিরূনা ইল্লা ফী গুরুর। - ২০
  • আম্মান হাযাল্লাযী ইয়ার যুকুকুম ইন আমসাকা রিযকাহূ বাল লাজ্জু ফী উতুব্যিওঁ ওয়া নুফুর। - ২১
  • আফা মাইঁইয়ামশী মুকিব্বান আলা ওয়াজহিহী য় আহদা আম্মাইঁ ইয়ামশী ছাবিয়্যান আলাছিরাতিম মুস্তাক্বীম। - ২২
  • কুলহুওয়াল্লাযী আনশায়াকুম ওয়া জাআলা লাকুমুস সামআ’ ওয়াল আবছারা ওয়াল আফয়িদাহ, ক্বালীলাম মাতাশকুরূন।  - ২৩
  • কুল হুয়াল্লাযী যারআকুম ফিল আরদ্বি ওয়া ইলাইহি তুহশারূন। - ২৪
  • ওয়া ইয়াকুলূনা মাতা হাযাল ওয়া’দু ইন কুনতুম ছাদিক্বীন। - ২৫
  • কুল ইন্নামাল ইলমু ইন্দাল্লাহি, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন। - ২৬
  • ফালাম্মা রাআওহু যুলফাতান্ সীয়াত ওজূহুল্লাযীনা কাফারু অয়াক্বীলা হাযাল্লাযী কুন্তুম বিহী তাদ্দাউন । - ২৭
  • কুল্ আরাআইতুম্ ইন আহলাকানিয়াল্লাহু ওয়ামান মামিয়া আও রহিমানা ফামাইঁ ইউজীরুল কাফিরীনা মিন ‘আযাবিন আলীম। - ২৮
  • কুল হুওয়ার রহমানু আমান্না বিহী ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা’লামূনা মানহুয়া ফি দ্বালালিম মুবীন। - ২৯
  • কুল আরাআইতুম ইন আছবাহা মা-উকুম গাওরান ফামাইঁ ইয়াতীকুম বিমা ইম মাঈন। - ৩০
আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে তা হলো আরবি ভাষা উচ্চারণ করার জন্য আরবি জানা অত্যাবশ্যক কেননা বাংলাতে যদি আপনি আরবি উচ্চারণ করে পড়েন তাহলে সহি ভাবে পড়তে পারবেন না। 
উপরে বর্ণিত সুরা মুলক বাংলা উচ্চারণ দেখে দেখে আপনি ততদিন পর্যন্ত সুরা মুলক তেলাওয়াত করবেন যতদিন পর্যন্ত না আপনি ভালভাবে আরবি দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারেন।কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা না করে সর্বদাই সুরা মুলক বাংলা উচ্চারণ দেখে দেখে তেলাওয়াত করা উচিত নয়।

সুরা মুলক এর ফজিলত

সুরা মুলক এর ফজিলত বিভিন্ন হাদিস উল্লেখ করা হয়েছে নিম্নবর্ণিত দেশগুলো থেকে আপনি উপলব্ধি করতে পারবেন সুরা মুলক এর ফজিলত। 

হুরায়রা (রা.) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কুরআনে এমন একটি সূরা রয়েছে ৩০ আয়াত রয়েছে, যা সুপারিশ করা অব্যাহত থাকবে। যতক্ষণ না সে তিলাওয়াতকারীকে ক্ষমা করে দেয়। আর সূরাটি হলো "তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক" অর্থ সূরা মুলক। (তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ)

ইবনে আব্বাস (রা.) বলেন, 
'সূরা মুলক শিখুন এবং আপনার স্ত্রী ও সন্তানদের শেখান। এটি তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে এ সূরা পাঠকারীর পক্ষে কথা বলে তাকে মুক্তি দেবে।"
"রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক পাঠ করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে।" (তিরমিযী )

রাসুলুল্লাহ (সাঃ)বলেছেন, "আমার মন চায় প্রত্যেক মুমিন তার অন্তরে সূরা মুলক মুখস্ত করুক।" (বায়হাকী)

জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলিফ লাম মীম তানযিল ও তাবারাকাল্লাজি পাঠ না করে ঘুমাতে যেতেন না।"

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url