বীজগণিতের সূত্র সমূহ | বীজগণিতের সূত্র সমূহ pdf | bijgonit sutro

বীজগণিতের সূত্র সমূহ জেনে রাখলে খুব সহজেই আপনি যেকোনো অংকের সমাধান করতে পারবেন। পক্ষান্তরে যদি আপনি বীজগণিতের সূত্র সমূহ সম্পর্কে না জানেন তাহলে কিন্তু কখনোই অংকের সমাধান করতে পারবেন না। যাই হোক নিচে class 6, 7, 8, 9 এবং 10 এর বীজগণিতের সূত্র সমূহ তুলে ধরা হবে।

বীজগণিতের সূত্র | বীজগণিতের সূত্র সমূহ 

নিচে বীজগণিতের সূত্র সমূহ তুলে ধরা হবে। নিচে উল্লেখিত বীজগণিতের সূত্র সমূহ ব্যবহার করে খুব সহজেই আপনি সহজ থেকে জটিল যে কোন অংকের সমাধান করতে পারবেন। চাইলে আপনি নিম্ন বর্ণিত বীজগণিতের সূত্র সমূহ মুখস্ত করে রাখতে পারেন। যদি আপনি নিম্ন বর্ণিত বীজগণিতের সূত্র সমূহ মুখস্ত করে রাখেন তাহলে, অল্প সময়ের মধ্যে যে কোন অংকের সমাধান করা সম্ভব। 

আপনি যদি চান তাহলে নিম্ন বর্ণিত বীজগণিতের সূত্র সমূহ নোট ডাউন করেও রাখতে পারেন। অথবা বীজগণিতের সূত্র সমূহ pdf আকারে ডাউনলোড করে নিতে পারেন। কেননা নিচে বীজগণিতের সূত্র সমূহ pdf আকারে তুলে ধরা হবে। যাইহোক আসুন দেখে নেয়া যাক, বীজগণিতের সূত্র সমূহ । 

বীজগণিতের সূত্র | সূত্র বীজগণিত (বর্গের  সূত্র সমূহ):

  • (a+b)²= a²+2ab+b²
  • (a+b)²= (a-b)²+4ab
  • (a-b)²= a²-2ab+b²
  • (a-b)²= (a+b)²-4ab
  • a² + b²= (a+b)²-2ab.
  • a² + b²= (a-b)²+2ab.
  • a²-b²= (a +b)(a -b)
  • 2(a²+b²)= (a+b)²+(a-b)²
  • 4ab = (a+b)²-(a-b)²
  • ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
  • (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)

বীজগণিতের সূত্র সমূহ | সূত্র বীজগণিত (ঘন এর সূত্র সমূহ):

  • (a+b)³ = a³+3a²b+3ab²+b³
  • (a+b)³ = a³+b³+3ab(a+b)
  • (a-b)³= a³-3a²b+3ab²-b³
  • (a-b)³= a³-b³-3ab(a-b)
  • a³+b³= (a+b) (a²-ab+b²)
  • a³+b³= (a+b)³-3ab(a+b)
  • a³-b³ = (a-b) (a²+ab+b²)
  • a³-b³ = (a-b)³+3ab(a-b)
  • (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
  • 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
  • (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
  • a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)

বীজগণিতের সূত্র সমূহ | সূত্র বীজগণিত (ত্রিকোণমিতির সূত্র):

  • sinθ=लম্ব/অতিভুজ
  • cosθ=ভূমি/অতিভূজ
  • tanθ=लম্ব/ভূমি
  • cotθ=ভূমি/লম্ব
  • secθ=অতিভুজ/ভূমি
  • cosecθ=অতিভুজ/লম্ব
  • sin θ=1/cosecθ, cosecθ=1/sinθ
  • cosθ=1/sec θ, secθ=1/cosθ
  • tanθ=1/cotθ, cotθ=1/tanθ
  • sin²θ + cos² θ= 1
  • sin² θ = 1 – cos² θ
  • cos² θ = 1- sinθ
  • sec² θ – tan²θ = 1
  • sec² θ = 1+ tan²θ
  • tan²θ = sec² θ – 1
  • cosec²θ – cot²θ = 1
  • cosec²θ = cot²θ + 1
  • cot²θ = cosec²θ – 1

বীজগণিতের সূত্র সমূহ pdf 

বীজগণিতের সূত্র সমূহ pdf আকারে নিচে তুলে ধরা হবে। তাই চাইলে আপনি নিম্ন বর্ণিত বীজগণিতের সূত্র সমূহ pdf থেকে পড়ে নিতে পারেন। এমনকি আপনি যদি চান তাহলে বীজগণিতের সূত্র সমূহ pdf আকারে ডাউনলোড করেও নিতে পারবেন। সে ক্ষেত্রে আপনাকে নিচে উল্লেখিত "বীজগণিতের সূত্র সমূহ ডাউনলোড করুন" বাটনটিতে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার সাথে সাথেই বীজগণিতের সূত্র সমূহ pdf আকারে ডাউনলোড হয়ে যাবে। 

বীজগণিতের সূত্র সমূহ class 6,  7

ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির জন্য বীজগণিতের সূত্র সমূহ নিচে তুলে ধরা হবে। নিচে উল্লেখিত বীজগণিতের সূত্র সমূহ মুখস্ত করলে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীগণ অনায়াসেই যেকোনো ধরনের বীজগণিত অংক করতে পারবে। 
তাই আপনি যদি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে নিম্ন বর্ণিত বীজগণিতের সূত্র সমূহ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে উল্লেখিত বীজগণিতের সূত্র সমূহ দেখে দেখে খুব সহজে আপনি সেগুলো মুখস্ত করে ফেলতে পারবেন। 

বীজগণিতের সূত্র সমূহ class 8

ইতোমধ্যেই উপরে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির জন্য বীজগণিতের সূত্র সমূহ তুলে ধরা হয়েছে। নিচে অষ্টম শ্রেণির জন্য বীজগণিতের সূত্র সমূহ উল্লেখ করা হবে। উপরে উল্লেখিত ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির জন্য বীজগণিতের সূত্র সমূহ যদি আপনি মুখস্ত করে থাকেন সেক্ষেত্রে নিম্ন বর্ণিত বীজগণিতের সূত্র সমূহ মুখস্ত করলেই অষ্টম শ্রেণীর যাবতীয় বীজগণিত অংক অনায়াসেই করতে পারবেন। 
তবে আপনি যদি উপরে উল্লেখিত ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির জন্য বীজগণিতের সূত্র সমূহ মুখস্ত না করে থাকেন তাহলে সেগুলো আগে আপনাকে মুখস্ত করে নিতে হবে এরপরে সপ্তম শ্রেণির জন্য বীজগণিতের সূত্র মুখস্ত করতে হবে। কেননা উপরে উল্লেখিত বীজগণিতের সূত্র সমূহ মুখস্ত না করলে বীজগণিতের অংক করতে পারবেন না। 

বীজগণিতের সূত্র সমূহ class 9, 10

নবম এবং দশম শ্রেণীর সিলেবাস একই। তাই নবম শ্রেণীর জন্য এবং দশম শ্রেণীর জন্য আলাদা কোন বীজগণিতের সূত্র নেই। নিচে যে সকল বীজগণিতের সূত্র সমূহ তুলে ধরা হবে সেগুলো মুখস্ত করলে অনায়াসেই আপনি নবম - দশম শ্রেণীর বীজগণিতের অংক করতে পারবেন। 
আপনি যদি প্রথম থেকে এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই উপরে আরো বেশ কিছু বীজগণিতের সূত্র দেখেছেন। নিম্ন বর্ণিত বীজগণিতের সূত্র সমূহ মুখস্ত করার পূর্বে অবশ্যই আপনাকে উপরে উল্লেখিত বীজগণিতের সূত্র সমূহ আগে মুখস্ত করে নিতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url