কাশির সিরাপ | কাশির সিরাপ এর নাম

কাশির সিরাপ এর নাম হল Alarid, Tofen, Toti ইত্যাদি। আরো বেশ কিছু কার্যকর কাশির সিরাপ এর নাম নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। তো আসুন দেখে নেয়া যাক, বিভিন্ন ব্র্যান্ডের কাশির সিরাপ এর নাম।
সূচি নির্দেশনা

ভূমিকা

আপনার যদি কাশির সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শক্রমে ভালো মানের কাশির সিরাপ খেতে হবে। আপনি যদি উপযুক্ত কাশির সিরাপ খেতে পারেন, তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যেই কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন। 

তবে কাশির সিরাপ এর নাম অনুযায়ী কখনোই নিজে নিজে ঔষধ করার করে সেবন করবেন না। নিজে নিজে ঔষধ করার পরে সেবন করলে তা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। যাইহোক আসুন দেখে নেয়া যাক, অধিক কার্যকর কাশির সিরাপ এর নাম সমূহ। 

কাশির সিরাপ | কাশির সিরাপ এর নাম

কাশির সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শক্রমে কাশির সিরাপ সেবন করতে হবে ডাক্তারের পরামর্শক্রমে যদি আপনি নিয়মিত কিছুদিন কাশির সিরাপ সেবন করেন, তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যে কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন। নিচে বিভিন্ন কোম্পানির কাশির সিরাপ এর নাম তুলে ধরা হয়েছে। 
তবে নিম্ন বর্ণিত, কাশির সিরাপ এর নাম অনুযায়ী ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে সেবন করা যাবে না। বরং ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করলে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

  • Cofof
  • Daconil
  • Drycofix
  • Kofnix
  • Medulax
  • Modulax

বাচ্চাদের কাশির সিরাপ | বাচ্চাদের সর্দি কাশির সিরাপ

বাচ্চাদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত কাশির সিরাপ রয়েছে। তাই যদি বাচ্চাদের কাশির সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে বাচ্চাদের জন্য যে সকল সিরাপ রয়েছে সেগুলো খাওয়াতে হবে। বড়দের সিরাপ বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। আপনি যদি বড়দের সিরাপ বাচ্চাদেরকে খাওয়ান, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যাইহোক, নিচে বাচ্চাদের কাশির সিরাপ এর নাম তুলে ধরা হলো।

  • Ciltus
  • Lemonika
  • Recicof Kidz Linctus
  • Recicof Linctus
  • Relikof
  • Relikof Kidz
  • Relivix
  • Relivix Kids

খুশখুশে কাশির সিরাপ | শুষ্ক কাশির সিরাপ বাংলাদেশ

খুসখুসে কাশি হলে তা খুবই যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর। সব সময় খুসখুস করে কাশলে কার ভালো লাগে? যাইহোক আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে হবে। 

ডাক্তারের পরামর্শ অনুসারে যদি আপনি নিম্ন বর্ণিত সিরাপ গুলোর মধ্য থেকে যে কোন একটি সিরাপ নিয়মিত কিছুদিন সেবন করেন, তাহলে আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন। তবে নিচে উল্লেখিত কাশির সিরাপ এর নাম দেখে দেখে নিজে নিজে ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করা থেকে বিরত থাকবেন। কেননা নিজে নিজে ওষুধ সেবন করলে জটিল স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন

  • A-Cold
  • Bromotex
  • Bromoxol
  • Mucospel
  • Mucoten
  • Mucolyt

বড়দের কাশির সিরাপ

ইতোমধ্যেই উপরে বেশ কিছু কাশির সিরাপ এর নাম তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে যে সকল কাশির সিরাপ এর নাম উল্লেখ করা হয়েছে সেগুলো শুধুমাত্র বড়দের ক্ষেত্রে প্রযোজ্য। তাই ডাক্তারের পরামর্শক্রমে বড়দের জন্য নিম্ন বর্ণিত ঔষধ গুলো প্রেসক্রাইব করা যেতে পারে। আশা করা যায় নিচে উল্লেখিত ঔষধ সমূহ যথা নিয়মে সেবন করলে দ্রুত উপকার পাবেন।

  • Mucolyt
  • Muconil
  • Spulyt
  • E-Hexin
  • Expecto
  • Mulyt

কাশির সিরাপ ভালো কোনটা

ইতোমধ্যেই উপরে গুরুত্বপূর্ণ ও কার্যকরী কাশির সিরাপ এর নাম সমূহ উল্লেখ করা হয়েছে। উপর উল্লেখিত ঔষধ সমূহ সেবন করার পরেও যদি আপনার কাছের কোন পরিবর্তন না ঘটে, সেক্ষেত্রে নিচের উল্লেখিত কাশির সিরাপ গুলো আপনার জন্য কার্যকর হতে পারে। 

তাই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে যদি আপনি নিচে উল্লেখিত কাশি ট্যাবলেট গুলো কিছুদিন সেবন করেন তাহলে আশা করি আপনার কাশি সমস্যা অল্প সময়ের মধ্যে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। তো আসুন তাহলে দেখে নেয়া যাক, কাশির সিরাপ ভালো কোনটা? 

  • Ketof
  • Kofen
  • Munil
  • Broncomet
  • Basok
  • Basokof
  • Hamdard Basak
  • Vaskof

সর্দি কাশির সিরাপ

ইতোমধ্যেই উপরে বিভিন্ন কোম্পানির কাশির সিরাপ এর নাম উল্লেখ করা হয়েছে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের কাশির সিরাপ রয়েছে। সাধারণত যে সকল কোম্পানির কাশির সিরাপ কাশি দূর করতে অধিক কার্যকর, সেই কোম্পানি সমূহের তালিকা নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

  • বেক্সিমকো কাশির সিরাপ: আপনার যদি কাশি কফের থাকে, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শক্রমে বেক্সিমকো কাশির সিরাপ সেবন করতে পারেন। কেননা বেক্সিমকো কাশির সিরাপ কাশি দূর করতে খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। 
  • হামদর্দ কাশির সিরাপ: আপনি যদি কাশির জন্য আয়ুর্বেদিক চিকিৎসা করতে চান, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে হামদর্দ কাশির সিরাপ খাওয়া যেতে পারে। হামদর্দ কাশির সিরাপ অল্প সময়ের মধ্যে কাশি নিরাময় করতে পড়ে। 
  • স্কয়ারের কাশির সিরাপ: বাংলাদেশের যতগুলো স্বনামধন্য ঔষধ কোম্পানি রয়েছে তার মধ্য থেকে শীর্ষ অবস্থানে রয়েছে স্কয়ার। স্কয়ার এর সকল ঔষধ বাজারে সবথেকে বেশি বিক্রি হয়। কেননা স্কয়ারের মাল অন্যান্য যে কোন কোম্পানি থেকে গুণগত মানের দিক দিয়ে ভালো হয়ে থাকে। 
  • ইনসেপ্টা কাশির সিরাপ: সঠিক নিয়মে যদি আপনি ডেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ইনসেপ্টা কাশির সিরাপ সেবন করেন, তাহলে আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই আপনার কাছে সম্পূর্ণ রূপে ভালো হয়ে যাবে। 
  • skf কাশির সিরাপ: কাশি দূর করার ক্ষেত্রে বিশেষ করে খুশখুসে কাশি দূর করার জন্য skf কাশির সিরাপ খুবই কার্যকর বলে প্রমাণিত। সুতরাং কাশি নিরাময় করার জন্য skf কাশির সিরাপ খাওয়া যেতে পারে। 

শেষ কথা

উপরে উল্লেখিত কাশির সিরাপ এর নাম সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আশাকরি উপকৃত হতে পেরেছেন। উপরে উল্লেখিত কাশির সিরাপ এর নাম সমূহ যদি আপনার কাছে উপকারী বলে বিবেচিত হয়, তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। 
আপনি যদি এই আর্টিকেলটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তাহলে, আপনার ফ্রেন্ডলিস্টে থাকা অন্যান্য বন্ধুগণ কাশির সিরাপ এর নাম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে উপকৃত হতে পারবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url