পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান | Padma Bridge Q&A

এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সেতু হলো পদ্মা সেতু। পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেননা চাকরির ভাইভা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। চলুন দেখে নেই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান।

পেজ সূচিপত্রঃ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান | Padma Bridge Q&A 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান | Padma Bridge Q&A : ভূমিকা

পদ্মা সেতু নির্মাণ করার জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালে চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করে। বিশ্বের অনেক সেতু নির্মাণ কোম্পানি সেতুটি নির্মাণ করার জন্য আবেদন করলেও, চায়না সবচাইতে কম দামে সেতুটি নির্মাণ করতে প্রস্তাব দেয়। আর সে কারণেই 'চায়না মেজর ব্রিজ' নামক এই কোম্পানিটি কে পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব প্রদান করা হয়।

বাংলাদেশে এ যাবৎকালের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ২৬ নভেম্বর। এই সেতুটি নির্মাণ করতে "চায়না মেজর ব্রিজ'  চীনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে। ফলে পদ্মা সেতুর কাজ সফলভাবে সম্পন্ন করতে সমর্থ হয় স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি। 
নিচে পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো উত্তর সহকারে উল্লেখ করা হলো। নিম্নলিখিত প্রশ্নোত্তরগুলো থেকে পদ্মা সেতু সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। এবং এই প্রশ্নের উত্তর গুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার কাজে আসবে। তো চলুন জেনে নেই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (Padma Bridge Q&A) ১-১০

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? বা পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি মি?
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার।

পদ্মা সেতুর প্রস্থ কত?
পদ্মা সেতুর  প্রস্থ ১৮.১০ মিটার

পদ্মা সেতুর পিলার কয়টি?
পদ্মা সেতুর পিলার ৪২ টি

পদ্মা সেতুর স্প্যান কয়টি?
পদ্মা সেতুর স্প্যান  ৪১ টি। 

পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কবে ?
পদ্মা সেতুর প্রথম স্প্যানটি ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয়।

পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়?
২০১৭ সালের অক্টোবর মাসে পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ শুরু হয়।

পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান কোনটি?
পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান হলোঃ চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। 

পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত? 
পদ্মা সেতু  মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলাকে সংযুক্ত করেছে। 

পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?
পদ্মা সেতু বিশ্বের ২৫তম বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পদ্মা সেতুর বাজেট কত? বা পদ্মা সেতুর মোট ব্যয় কত? 
পদ্মা সেতুর বাজেট ৩.৫৬ বিলিয়ন মার্কিন ডলার। 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (Padma Bridge Q&A) ১১-২০

পদ্মা সেতুর শেষ স্প্যান কবে বসানো হয়? 
পদ্মা সেতুর শেষ স্প্যান ১০ই ডিসেম্বর ২০২০ বসানো হয়। 

পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি? 
পদ্মা সেতুর অফিসিয়াল নাম হলোঃ পদ্মা বহুমুখী সেতু ( The Padma Multipurpose Bridge )।

পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের?
পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণ করার দায়িত্ব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের।

পদ্মা সেতু নির্মাণের জন্য অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ কত?
পদ্মা সেতু নির্মাণের জন্য অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ প্রায় ৯১৮ হেক্টর।

পদ্মা সেতুর তলদেশ দিয়ে নৌ-যান চলাচল করার জন্য কতটুকু অংশ ফাঁকা রাখা হয়েছে?
পদ্মা সেতুর তলদেশ দিয়ে নৌ-যান চলাচল করার জন্য ১৮ মিটার বা ৬০ ফুট ফাঁকা রাখা হয়েছে।

পদ্মা সেতুতে সড়ক পথের জন্য মোট কতটি ভায়াডাক্ট রয়েছে?
পদ্মা সেতুতে সড়ক পথের জন্য মোট  চারটি, প্রতি পাশে দুইটি করে। ৩৮ টি স্প্যান নিয়ে ৭২০-৮৭৫ মিটার পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। এবং রেলপথের জন্য উভয় পাশে একটি করে মোট দুইটি ভায়াডাক্ট বসানো হয়েছে।

পদ্মা সেতুতে কত লেনের সড়ক পথ রয়েছে?
পদ্মা সেতুতে ৪ লেনের সড়ক পথ রয়েছে।

পদ্মা সেতু স্প্যান গুলো বসানোর জন্য কোন ক্রেন ব্যবহার করা হয়েছে?
পদ্মা সেতু স্প্যান গুলো বসানোর জন্য তিয়ান-ই ক্রেন ব্যবহার করা হয়েছে।
পদ্মা সেতুর মধ্য দিয়ে কোন কোন লাইন পরিবহনের সুবিধা রয়েছে? 
উত্তরঃ পদ্মা সেতুর মধ্য দিয়ে বিদ্যুৎ, গ্যাস ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

কবে বিশ্ব ব্যাংকের সাথে পদ্মা সেতুর ঋণের চুক্তি বাতিল হয়ে যায়? 
২৮ এপ্রিল ২০১১ ইং বিশ্ব  ব্যাংকের সাথে পদ্মা সেতুর ঋণের চুক্তি বাতিল হয়ে যায়। 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (Padma Bridge Q&A) ২১-৩০

পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত রিখটার স্কেল? 
পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা  ৯ রিখটার স্কেল। 

পদ্মা সেতুতে ব্যবহৃত প্রত্যেকটি স্প্যানের ওজন কত টন?
পদ্মা সেতুতে ব্যবহৃত প্রত্যেকটি স্প্যানের ওজন ৩,১৪০ টন।

পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের মোট কতটি জেলাকে সংযুক্ত করবে?
পদ্মা সেতু ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের মোত ২১ টি জেলাকে সংযুক্ত করবে।

পদ্মা সেতু নির্মাণের জন্য দুই পাড়ে কত মোট কত কিলোমিটার নদী শাসন করা হয়েছে?
পদ্মা সেতু নির্মাণের জন্য দুই পাড়ে কত মোট ১২ কি. মি.নদী শাসন করা হয়েছে।

কোন কোম্পানি পদ্মা সেতু নির্মাণের জন্য নদী শাসনের দায়িত্ব পায়?
চীনের সিনোহাইড্রো করপোরেশনের পদ্মা সেতু নির্মাণের জন্য নদী শাসনের দায়িত্ব পায়।

পদ্মা সেতু নির্মাণের জন্য নদী শাসনে কত টাকা ব্যয় হয়েছে?
পদ্মা সেতু নির্মাণের জন্য নদী শাসনে মোট ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হয়েছে।

পদ্মা সেতুতে সর্বমোট মোট কতটি পাইল রয়েছে?
পদ্মা সেতুতে সর্বমোট মোট ২৮৬ টি পাইল রয়েছে। 

পদ্মা সেতুতে নির্মিত মোট পাইল গুলোর মধ্য থেকে কতগুলো কংক্রিটের এবং কতগুলো ইস্টিলের?
পদ্মা সেতুতে নির্মিত মোট পাইল গুলোর মধ্য থেকে ২৬২ টি কংক্রিটের এবং ২৪ টি ইস্টিলের। 

পদ্মা সেতুতে নির্মিত মোট পাইল গুলোর প্রত্যেকটির পরিধি কত মিটার?
পদ্মা সেতুতে নির্মিত মোট পাইল গুলোর প্রত্যেকটির পরিধি ৩ মিটার।

পদ্মা সেতুতে নির্মিত পাইল গুলোর কত মিটার মাটির নিচে আছে? 
 পদ্মা সেতুতে নির্মিত পাইল গুলোর ১১৪-১২০ মিটার মাটির নিচে আছে।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (Padma Bridge Q&A) ৩১-৪০

পদ্মা সেতুর সড়ক পথের নিচ দিয়ে কোন পদে রয়েছে?
পদ্মা সেতুর সড়ক পথের নিচ দিয়ে রেলপথ রয়েছে।

বাংলাদেশের কোন প্রতিষ্ঠান পদ্মা সেতু প্রকল্পটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে? 
বুয়েট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীদ্মা সেতু প্রকল্পটির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে।পাশাপাশি বিদেশি কোম্পানি কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও পদ্মা ব্রিজের দেখভালের দায়িত্বে    রয়েছে। 

পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত?
পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৮৬টি।

পদ্মা সেতুর পাইলিং এর গভীরতা কত ফুট?
পদ্মা সেতুর পাইলিং এর গভীরতা ৩৮৩ ফুট।

পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ফুট?
পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।

পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত কিলোমিটার?
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।

পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা কতোটি?
পদ্মা সেতুর পিলার ৪২ টি এবং স্প্যান  ৪১ টি। 
পদ্মা সেতু কোন কোন জেলাকে যুক্ত করেছে ?
পদ্মা সেতু মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলাকে সংযুক্ত করেছে। 

পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম কি? 
পদ্মা সেতুর দুই প্রান্তের দুই জেলার নাম হলোঃ মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

পদ্মা সেতুর বর্তমান অবস্থা কি?
২০২২ সালের ২৫ শে জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানঃ এক নজরে পদ্মা সেতু a to z

  • পদ্মা সেতু প্রকল্পের নামঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। (The Padma Multipurpose Bridge)
  • পদ্মা সেতু প্রকল্পের অবস্থানঃ মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা। 
  • পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ: ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩০ জুন ২০২৩।
  • পদ্মা সেতু নকশাকরঃ আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম এইসিওএমের (AECOM) নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের নিয়ে গঠিত একটি দল।
  • পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যয়ঃ ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা।
  • পদ্মা সেতুর ঠিকাদারঃ চায়না মেজর ব্রিজ। 
  • পদ্মা সেতুর চুক্তিমূল্য: ১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। 
  • পদ্মা সেতুর কাজ শুরুঃ ২৬ নভেম্বর, ২০১৪।
  • পদ্মা সেতুর কাজ শেষঃ ২০২২ সালের ২৫ শে জুন । 
  • পদ্মা সেতুর ধরনঃ দ্বিতলবিশিষ্ট।
  • পদ্মা সেতুর প্রধান উপকরণঃ কংক্রিট ও স্টিল। 
  • পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url