মেছতা দূর করার ক্রিম এর নাম | মেছতা দূর করার ঘরোয়া উপায় ১০টি

মেছতা দূর করার ক্রিম এর নাম: Betameson-N, Melatrin এবং  Betson-N. এই ক্রিম গুলো ছাড়াও মেছতা দূর করার আরো অনেক ক্রিম রয়েছে। নিচে আরো কিছু কার্যকর মেছতা দূর করার ক্রিম এর নাম তুলে ধরা হবে। আসুন জেনে নেয়া যাক, মেছতা দূর করার ক্রিম এর নাম ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত।

সূচি নির্দেশনা

মেছতা দূর করার ক্রিম এর নাম

আপনি কি দীর্ঘদিন থেকে মেছতার সমস্যায় ভুগছেন? কোনভাবেই মেছতা দূর করতে পারছেন না? তাহলে আপনার জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়েন তাহলে মেছতা দূর করার কার্যকর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বিশেষ করে যে সকল ক্রিম ব্যবহার করে খুব সহজেই মেছতার সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় সেগুলো নিচে বিস্তারিত ভাবে তুলে ধরা হবে। নিচে যে সকল মেছতা দূর করার ক্রিম এর নাম তুলে ধরা হয়েছে সাধারণত মেছতা দূর করার জন্য ডাক্তারগন এই ক্রিমগুলোই প্রেসক্রাইপড করে থাকেন। তবে নিজে নিজে ফার্মেসি থেকে ঔষধ সেবন করে ব্যবহার না করাই উত্তম।

মেছতা যেহেতু একটি চর্মরোগ তাই, মেছতার চিকিৎসা করার জন্য চর্ম বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে হবে। অনেকেই হাতুড়ে ডাক্তারের পরামর্শক্রমে বিভিন্ন ধরনের মলম জাতীয় ঔষধ ব্যবহার করে ত্বকের ক্ষতি সাধন করে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসা করলে মেছতা তো দূর হবেই না বরং আপনার ত্বকের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। 

তাই মেছতা সহ যেকোনো চর্ম রোগের চিকিৎসা করতে হলে অবশ্যই আপনাকে জন্ম বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যাই হোক ডাক্তারের পরামর্শ বর্ণিত ঔষধ গুলো সেবন করতে পারেন। আসুন দেখে নেয়া যাক, মেছতা দূর করার ক্রিম এর নাম সমূহ। 

  • Neocort 
  • Betavate-N
  • Betaval N
  • Betno N 
  • Betameson-N
  • Melatrin 
  • Nospot 
  • Trimela 
  • Triclean 

মেছতা দূর করার উপায় | মেছতা দূর করার ঘরোয়া উপায়

মেছতা দূর করার ক্রিম এর নাম সমূহ ইতোমধ্যেই উপরে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে মেছতা দূর করার ঘরোয়া উপায় সমূহ উল্লেখ করা হবে। মেছতা দূর করার কিছু ঘরোয়া উপায় রয়েছে, সেই উপায়গুলো অবলম্বন করে অল্প সময়ের মধ্যেই ঘরে বসে মেছতা দূর করা যেতে পারে। 
যে সকল উপায় অবলম্বন করে খুব সহজেই আপনি ঘরে বসেই মেছতা দূর করতে পারবেন, সেই উপায় গুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো। তো আসুন দেখে নেয়া যাক, মেছতা দূর করার উপায় বা মেছতা দূর করার ঘরোয়া উপায় সমূহ। 

  • দারুচিনি ও দুধের সর: দারুচিনির গুড়ো এবং দুধের সর মিশ্রিত করে পেস্ট তৈরি করতে হবে। এরপরে সেই পেস্ট মেছতার উপরে লাগিয়ে রাখতে হবে। ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে নিয়মিত কিছুদিন দারুচিনি ও দুধের সরের পেস্ট ব্যবহার করলে আশা করা যায় ভালো ফলাফল পাবেন। 
  • লেবুর রস ও চিনি: এক টেবিল চামচলেবুর রস চিনির সাথে মিশ্রিত করে তৈরি করুন। গোসল করার পূর্বে লেবুর রস এবং চিনির তৈরি পেস্ট মেছতায় ব্যবহার করুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন এরপর গোসল করে ফেলুন। 
  • টক দই: মুখে মেছতার দাগ দূর করতে টক দই খুবই কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত কিছুদিন টক দই ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই মুখের মেছতা দূর হয়ে যাবে। এক টেবিল চামচ টক দই ক্রিমের মতো করে মেছতায়  লাগিয়ে রাখুন, এরপরে ২০ থেকে ২৫ মিনিট পর পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  • অ্যাপেল সািডার ভিনেগার: আপেল সিডার ভিনেগার ব্যবহার করেও খুব সহজেই আপনি মেছতা দূর করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নিয়মিত কিছুদিন অ্যাপেল সািডার ভিনেগার ব্যবহার করতে হবে। 
  • কলার খোসা: কলার খোসায় থাকা পুষ্টিগুণ মেছতা দূর করার জন্য খুবই কার্যকরী। তাই আপনি যদি প্রাকৃতিক উপায়ে মেছতা দূর করতে চান সে ক্ষেত্রে মেছতায় কলার খোসা ব্যবহার করতে পারেন। নিয়মিত কিছুদিন কলার খোসা ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই অভূতপূর্ব ফলাফল পাবেন। 
  • অলিভ অয়েল: অলিভ অয়েল ব্যবহার করে খুব সহজেই মেছতা দূর করা যায়। সে ক্ষেত্রে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে মেছতায় অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। 
  • টমেটো: টমেটো চাকা চাকা করে কেটে সেগুলো মেছতায় ব্যবহার করতে পারেন। গোসলের পূর্বে ১০ থেকে ১৫ মিনিট টমেটোর চাকা মেছতায় লাগিয়ে রাখলে ভালো ফলাফল পাওয়া যায়। 
  • মুলতানি মাটি: রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করা হয়ে থাকে। মুলতানি মাটিতে থাকা প্রাকৃতিক গুনাগুন মেছতা দূর করার জন্য খুবই কার্যকর। তাই আপনি মুলতানি মাটি ব্যবহার করেও মেছতার সমস্যা দূর করতে পারেন। 
  • অ্যালোভেরা: এলোভেরা জেল প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। রূপচর্চার কমন এই অনুষঙ্গটি ব্যবহার করেই আপনি মেছতা দূর করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে এলোভেরার জেল বের করতে হবে এরপরে তা মেছতার উপরে লাগিয়ে রাখতে হবে। 
  • আলু: মেছতা দূর করার জন্য আলুর রস খুবই কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত কিছুদিন যদি আপনি মেছতায় আলুর রস ব্যবহার করেন তাহলে অল্প দিনের মধ্যেই ভাল ফলাফল পাবেন।

মেছতার ডাক্তারি চিকিৎসা | মেছতা দূর করার ঔষধ

ইতোমধ্যেই উপরে বেশ কিছু মেছতা দূর করার ক্রিম এর নাম তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে আরো কিছু মেছতা দূর করার ঔষধ এর নাম তুলে ধরা হবে। তাই চাইলে আপনি মেছতা দূর করার জন্য ডাক্তারের পরামর্শক্রমে নিম্ন বর্ণিত ক্রিমগুলোও ব্যবহার করতে পারেন। মেছতার ডাক্তারি চিকিৎসা বা মেছতা দূর করার ঔষধ সমূহ নিম্নরূপ। 

  • Betson-N 
  • Methovate-N 
  • Mexiderm-N
  • Melano 
  • Amela 

মেছতা দূর করার হোমিও ঔষধ

মেছতা দূর করার ক্রিম এর নাম সমূহ সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে। আর্টিকেলটির এই অংশে মেছতা দূর করার হোমিও ঔষধ সমূহের নাম তুলে ধরা হবে। মেছতা দূর করার জন্য অনেকেই হোমিও চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে থাকেন। হোমিও চিকিৎসা করার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মেছতা দূর করা যায়। নিচে মেছতা দূর করার হোমিও ঔষধ সমূহের নাম ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। 
তাই আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মেছতা দূর করতে চান তাহলে নিম্ন বর্ণিত তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি হোমিও চিকিৎসা করার মাধ্যমে মেছতা দূর করতে চাইলে, আপনার উচিত হবে হোমিও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করা। যাইহোক চলুন দেখে নেয়া যাক, মেছতা দূর করার হোমিও ঔষধ সমূহের নাম। 

  • সালফার
  • এন্টিম ক্রড
  • হিপার সালফার
  • সাইলিসিয়া
  • সিলিকা
  • গ্রাফাইটিস

মেছতা কেন হয় | মুখে মেছতা পড়ার কারণ

বিভিন্ন কারণে মুখে মেছতা পড়তে পারে। সাধারণত যে সকল কারণে মুখে মেছতার সমস্যা দেখা দেয় সেই কারণগুলো সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা তুলে ধরা হবে। তাই আপনি যদি মুখে মেছতা পড়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে নিচে উল্লেখিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়তে থাকুন। মেছতা কেন হয় বা মুখে মেছতা পড়ার কারণ সমূহ নিম্নরূপ। 

  • অতিরিক্ত তেল ব্যবহার করা: মেছতা হওয়ার অন্যতম একটি কারণ হলো অতিরিক্ত তেল ব্যবহার করা। আপনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করেন তাহলে তা হতে পারে মেছতা হওয়ার কারণ। 
  • ত্বকের চামড়া মরে যাওয়া: কোন কারণবশত যদি ত্বকের চামড়া মরে যায় অর্থাৎ ত্বকের কোষগুলো মারা যায় তাহলে মেছতা হওয়ার সম্ভাবনা থাকে। তাই ত্বকের চামড়া মরে যাওয়াও মেছতা হওয়ার অন্যতম একটি কারণ। 
  • ব্যাকটেরিয়া: কখনো কখনো বিশেষ কোনো ব্যাকটেরিয়ার কারণে মেছতার সমস্যা দেখা দিতে পারে। সুতরাং মেছতা হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো ব্যাকটেরিয়া। 
  • হরমোন জনিত সমস্যা: হরমোন জনিত পরিবর্তনের কারণেও মেছতা হতে পারে। সুতরাং হরমোন জনিত সমস্যা মেছতা হওয়ার অন্যতম আরেকটি কারণ। 
  • বংশগত সমস্যা: উপর উল্লেখিত কারণগুলো ছাড়াই যদি আপনার মেছতার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে তা হতে পারে বংশগত কারণে। আপনার পূর্বপুরুষদের কারো যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আপনারও মেছতা হতে পারে। 

মেছতা দূর করার ফেসওয়াস

মেছতা দূর করার ক্রিম এর নাম সমূহ আশা করি জানতে পেরেছেন। নিচে মেছতা দূর করার জন্য কোন ফেসওয়াশ অধিক কার্যকর সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। মেছতা দূর করার আলাদা কোন ফেসওয়াশ নেই। তাই ভালো মানের যেকোন ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। আপনি রেগুলার যেই ফেসওয়াশ ব্যবহার করেন সেই ফেসওয়াশগুলোই ব্যবহার করতে পারবেন এতে কোন সমস্যা নেই।
তবে ফেসওয়াশ পছন্দ করার সময় আপনাকে মনে রাখতে হবে সেই ফেসওয়াশ যেন ত্বকের জন্য পারফেক্ট হয়। অর্থাৎ অধিক ক্ষারযুক্ত ফেসওয়াস পরিহার করতে হবে। এবং যেই ফেসওয়াশে ক্ষারের পরিমাণ কম সেই ধরনের ফেসওয়াশ ব্যবহার করতে হবে। কেননা আপনি যদি অধিক্ষার যুক্ত ফেসওয়াশ ব্যবহার করেন তাহলে তা আপনার ত্বকের মসৃণতা নষ্ট করে খসখসে করে তুলবে এর ফলে মেছতার সমস্যা আরো বেড়ে যেতে পারে তাই অবশ্যই সঠিক ফেসওয়াশ ব্যবহার করতে হবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url