দাউদ এর ঔষধ এর নাম | দাউদের সবচেয়ে ভালো মলম ক্যাপসুল ও ট্যাবলেট

দাউদ এর ঔষধ এর নাম হলো: Flugal, Conaz এবং Diflu. এগুলো ছাড়াও দাউদের আরো অনেক ঔষধ রয়েছে। ডাক্তারের পরামর্শ ক্রমে সে সকল ঔষধ সেবন করা যেতে পারে। নিচে দাউদ এর ঔষধ সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। 
সূচি নির্দেশনা

দাউদ এর ঔষধ এর নাম | দাউদের ভালো ঔষধ কি

দাউদের সমস্যা হলে তা খুবই বিরক্তিকর এবং অসহ্যকর। তাই দাউদের সমস্যা হলে অবশ্যই আপনাকে যত দ্রুত সম্ভব এর চিকিৎসা গ্রহণ করতে হবে। সঠিক চিকিৎসা করার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দাউদ ভালো হয়ে যায়। অনেকের দীর্ঘদিন ধরে দাউদের সমস্যা থাকে। বিভিন্ন ঔষধ সেবন করার পরেও দাউদের সমস্যা দূর হয় না। এই সমস্যার মূল কারণ হলো হাতুড়ে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা। 

ত্বক খুবই সেনসিটিভ একটি অঙ্গ। তাই যদি কখনো দাউদের মতো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং ডাক্তারের পরামর্শক্রমে  ঔষধের সম্পূর্ণ ডোজ মেকআপ করতে হবে। নিচে উল্লেখিত দাউদ এর ঔষধ এর নাম দেখে কখনোই ফার্মেসি থেকে নিজে নিজে ঔষধ ক্রয় করে খাবেন না।

ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজে নিজেই যদি ঔষধ ক্রয় করে খান সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। তাই সব ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অবশ্যই আপনাকে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শক্রমেই ঔষধ সেবন করতে হবে। দাউদ এর ঔষধ এর নাম সমূহ নিচে তুলে ধরা হলো। 

  • Flugal 
  • Iluca 
  • Lucan-R
  • Canazole 
  • Candinil 
  • Conaz 

দাউদের ক্রিম এর নাম | দাউদের সবচেয়ে ভালো মলম

উপরে বেশ কিছু দাউদ এর ঔষধ এর নাম উল্লেখ করা হয়েছে। আর্টিকেলটির এই অংশে দাউদের ক্রিম এর নাম তুলে ধরা হবে। তাই আপনি যদি জানতে চান যে, দাউদের সবচেয়ে ভালো মলম কোনটি? তাহলে নিম্ন বর্ণিত দাউদের ক্রিম এর নাম সমূহ আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। 
কেননা নিচে দাউদের সবচেয়ে ভালো ক্রিমের নাম উল্লেখ করা হবে। ডাক্তারের পরামর্শক্রমে নিচে উল্লেখিত দাউদের যেকোন মলম ব্যবহার করতে পারেন। সঠিক নিয়মে কিছুদিন মলম ব্যবহার করলে খুব সহজেই দাউদের সমস্যা থেকে মুক্তি পাবেন। 

  • Lulizol 
  • Lulitop 
  • Lulinox 
  • Lucazol 
  • Skinabin 
  • Elvina 
  • Infud 
  • Mycofin 
  • Terbex 

দাউদের সবচেয়ে ভালো ঔষধ। দাউদের ক্যাপসুল

আর্টিকেলটির এই অংশে আরো বেশ কিছু দাউদ এর ঔষধ এর নাম তুলে ধরা হবে। তাই আপনি যদি দাউদের সবচেয়ে ভালো ঔষধ অনুসন্ধান করে থাকেন তাহলে আপনার উপকারে আসবে। কেন না নিচে উল্লেখিত ঔষধ সমূহ হলো দাউদের সবচেয়ে ভালো ঔষধ। 

  • Diflu 
  • Falcon 
  • Flucoder 
  • Flucon 
  • Fluconal 

দাউদের ট্যাবলেট এর নাম। এন্টিফাঙ্গাল ট্যাবলেট এর নাম

নিচে দাউদের ট্যাবলেট এর নাম তুলে ধরা হবে। তাই আপনি যদি দাউদ নিরাময় করার জন্য ট্যাবলেট খেতে চান সেক্ষেত্রে নিচে উল্লেখিত ট্যাবলেট গুলো খেতে পারেন। তবে মনে রাখবেন, শুধুমাত্র  দাউদ এর ঔষধ এর নাম অনুযায়ী ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করে খাওয়া যাবে না। 
কেননা আপনি যদি নিজে নিজেই ফার্মেসি থেকে ক্রয় করে খান তাহলে আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই যেকোনো ধরনের ঔষধ অবশ্যই আপনাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে। 

  • Canazole 
  • Cosflu 
  • Farlan 
  • Fluzole 
  • Fluconal 

দাউদ এর চিকিৎসা। দাউদের স্থায়ী চিকিৎসা

ইতোমধ্যেই উপরে দাউদ এর ঔষধ এর নাম উল্লেখ করা হয়েছে। আর্টিকেলটির এই অংশেদাউদের স্থায়ী চিকিৎসা অর্থাৎ দাউদের ঘরোয়া চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। তাই আপনি যদি প্রাকৃতিক উপায়ে দাউদের সমস্যা থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে নিম্ন বর্ণিত তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাইহোক আসুন দেখে নেয়া যাক দাউদের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য। 

  • নিম পাতা: নিম পাতা প্রাকৃতিক এন্টি সেপটিক ঔষধ। আপনি যদি দাউদের প্রকোপ থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে নিমপাতা হতে পারে আপনার জন্য উত্তম একটি ঔষধ। দাউদের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে নিয়মিত নিমপাতা জাল দেয়া গরম পানি দিয়ে গোসল করতে হবে। নিয়মিত কিছুদিন যদি আপনি নিম পাতার পানি দিয়ে গোসল করেন তাহলে আশা করা যায় অল্প সময়ের মধ্যেই দাউদের সমস্যা দূর হয়ে যাবে। 
  • রসুন: রসুন খুবই প্রাকৃতিক গুণসম্পন্ন একটি মসলা জাতীয় উদ্ভিদ। রসুনের মাধ্যমেও খুব সহজেই দাউদের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। সে ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম রসুনের কোয়া বেটে নিয়ে রস বের করতে হবে। এরপরে সেই রস আক্রান্ত স্থানে মলমের মতো করে ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • নারকেল তেল: ঔষধ সেবন করার পাশাপাশি আক্রান্ত স্থানে নিয়মিত যদি আপনি নারকেল তেল ব্যবহার করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই দাউদের প্রকোপ থেকে মুক্তি পেতে পারেন। 
  • অ্যালোভেরা: দাউদ দূর করার আরেকটি কার্যকর প্রাকৃতিক ঔষধ হলো অ্যালোভেরা। আক্রান্ত স্থানে নিয়মিত কিছুদিন অ্যালোভেরার জেল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। 
  • হলুদ: হলুদকে বলা হয় প্রাকৃতিক এন্টিসেপটিক। কাঁচা হলুদ বেটে নিয়ে হলুদের রস আক্রান্ত স্থানে আলতোভাবে মালিশ করে দিতে হবে। এরপরে ১৫-২০ মিনিট পর তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

দাউদের এন্টিবায়োটিক। দাউদের ভালো ঔষধ

দাউদ এর ঔষধ এর নাম উপরে উল্লেখ করা হয়েছে। আপনি যদি তা ওদের জন্য এন্টিবায়োটিক ঔষধ সেবন করতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দাউদের প্রকোপ থেকে মুক্তি পেতে ডাক্তারের পরামর্শক্রমে নির্দিষ্ট মাত্রায় এন্টিবায়োটিক সেবন করা যেতে পারে। সুতরাং শুধু দাউদের জন্য নয় যেকোনো রোগের জন্য এন্টিবায়োটিক ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে ভালোভাবে পরামর্শ করে নিতে হবে তা না হলে হিতে বিপরীত হতে পারে। 

দাউদ এর ছবি

অনেকেই সাধারণ চুলকানি জনিত সমস্যাকে দাউদ হিসেবে ধরে নেয়। এর কারণ হলো অজ্ঞতা। অর্থাৎ না জানার কারণে চুলকানিকে দাওয়াত মনে করে ভয় পেয়ে থাকে। আসলে চুলকানি এবং দাউদ সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার শরীরের চুলকানিযুক্ত ফুসকুড়ি দাউদ কিনা তা জানার জন্য নিচে উল্লেখিত দাউদ এর ছবি দেখে নিতে পারেন। 
আপনার শরীরের চুলকানি যুক্ত ফুসকুড়ি যদি নিচের চিত্রের মত হয় তাহলে সেটা দাউদ। অর্থাৎ দাউদ সাধারণত এক জায়গায় কিছু জায়গা জুড়ে সার্কেল তৈরি করে। এভাবে বিভিন্ন জায়গায় সার্কেল থাকতে পারে। দাউদ যেহেতু গোলাকার তাই ইংরেজিতে দাউদকে রিং ওয়ার্ম বলা হয়। 

দাউদের সাবানের নাম

দাউদ হলে সাধারণ সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করা যায় না। কেননা এতে করে দাউদের সংক্রমণ আরো বেড়ে যায়। তাই দাউদ হলে আপনাকে অবশ্যই সাধারণ সাবান ব্যবহার করা পরিহার করতে হবে এবং দাউদের সাবান ব্যবহার করতে হবে। নিচে বিভিন্ন কোম্পানির দাউদের সাবানের নাম তুলে ধরা হলো। 

  • Dermazole Bar
  • Kenzo F Soap
  • Dancel 
  • Ketozole 
  • Nizoder (স্যাম্পু)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url