১৩ টি কম দামে ভালো ফোন ২০২৩

কম দামে ভালো ফোন ক্রয় করতে চাইলে নিম্ন বর্ণিত তথ্য গুলো মনোযোগের সাথে পড়তে হবে। নিচে কম দামে ভালো ফোনের তালিকা তুলে ধরা হবে। নিচের তালিকা থেকে যে ফোনটি আপনার পছন্দ হবে সেটি ক্রয় করতে পারেন। আসুন দেখে নেয়া যাক ২০২৩ সালের ১৩টি কম দামে ভালো ফোন।
সূচি নির্দেশনা

samsung কম দামে ভালো ফোন

Samsung বাংলাদেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। অনেকেই samsung এর মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। স্যামসাং হচ্ছে ট্রাস্টেড মোবাইল ফোনের ব্রান্ড। তাই আপনি যদি স্যামসাংয়ের কম দামে ভালো ফোন ক্রয় করতে চান, তাহলে নিম্ন বর্ণিত samsung কম দামে ভালো ফোন এর তালিকা দেখে নিতে পারেন। আশা করি নিচে উল্লেখিত samsung কম দামে ভালো ফোন সমূহের মধ্যে থেকে আপনি আপনার পছন্দের ফোনটি খুজে পাবেন। 

Samsung Galaxy A03 Core 

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 2 GB 
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.5 inches
  • ব্যাক ক্যামেরা: 8 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa-core, up to 1.6 GHz
  • চিপসেট: Unisoc SC9863A (28nm)
  • অপারেটিং সিস্টেম: Android 11 (Go Edition)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 211 grams
  • মূল্য: ৳11,999

Samsung Galaxy A04e

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 3 GB
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.5 inches
  • ব্যাক ক্যামেরা: Dual 13+2 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, up to 2.3 GHz
  • চিপসেট: MediaTek Helio P35 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 12 (One UI Core 4.1)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 188 grams
  • মূল্য: ৳12,999.00

Samsung Galaxy A04s 

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 4 GB 
  • রোম: 64 / 128 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.5 inches
  • ব্যাক ক্যামেরা: Triple 50+2+2 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, up to 2.0 GHz
  • চিপসেট: Exynos 850 (8 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 12 (One UI Core 4)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 195 grams
  • মূল্য: ৳17,999 4/64 GB

Samsung Galaxy A04

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 3 GB
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.5 inches
  • ব্যাক ক্যামেরা: Dual 50+2 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, up to 2.3 GHz
  • চিপসেট: MediaTek Helio P35 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 12 (One UI Core 4.1)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 192 grams
  • মূল্য: ৳13,999 3/32 GB

oppo কম দামে ভালো ফোন

বাংলাদেশের বাজারে oppo গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশের অনেক ফোন ব্যবহারকারী oppo ফোন ব্যবহার করে থাকেন। তাই আপনি যদি oppo কম দামে ভালো ফোন ক্রয় করতে চান তাহলে তো আপনার জন্য ভালো একটি সিদ্ধান্ত হবে। কেননা অপ কম দামে ভালো মানের ফোন বাজারে ছেড়েছে। যাই হোক নিচে বেশ কয়েকটি oppo কম দামে ভালো ফোন এর তালিকা তুলে ধরা হয়েছে। 

Oppo A12

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 3 / 4 GB
  • রোম: 32 / 64 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.22 inches
  • ব্যাক ক্যামেরা: Dual 13+2 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, up to 2.35 GHz
  • চিপসেট: Mediatek Helio P35 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android Pie v9.0 (ColorOS 6.1.2)
  • ব্যাটারি: Lithium-polymer 4230 mAh (non-removable)
  • ওজন: 165 grams
  • মূল্য: ৳9,990 3/32 GB

Oppo A1K

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 2 GB 
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.1 inches
  • ব্যাক ক্যামেরা: 8 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, 2.0 GHz
  • চিপসেট: MediaTek Helio P22 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android Pie v9.0 (Color OS 6)
  • ব্যাটারি: Lithium-polymer 4000 mAh (non-removable)
  • ওজন: 170 grams
  • মূল্য: ৳9,990

Oppo A15

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম:3 GB
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.52 inches
  • ব্যাক ক্যামেরা: Triple 13+2+2 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, up to 2.35 GHz
  • চিপসেট: Mediatek Helio P35 (12nm)
  • অপারেটিং সিস্টেম: Android 10 (ColorOS 7.2)
  • ব্যাটারি: Lithium-polymer 4230 mAh (non-removable)
  • ওজন:  175 grams
  • মূল্য: ৳10,990 

vivo কম দামে ভালো ফোন

আপনি যদি vivo ব্র্যান্ডের কম দামে ভালো ফোন ক্রয় করতে চান সে ক্ষেত্রে আর্টিকেলটির এই অংশে বর্ণিত তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা নিচে vivo কম দামে ভালো ফোন সমূহের তালিকা তুলে ধরা হবে। আশা করি নিম্ন বর্ণিত vivo কম দামে ভালো ফোন সমূহ আপনার পছন্দ হবে। যাইহোক আসুন দেখে নেয়া যাক, vivo কম দামে ভালো ফোন।

Vivo Y02a

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 3 GB 
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.51 inches
  • ব্যাক ক্যামেরা: 8 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, up to 2.35 GHz
  • চিপসেট: Mediatek Helio P35 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 12 Go Edition (Funtouch 12)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 186 grams
  • মূল্য: ৳12,499 3/32 GB

Vivo Y02

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 2 GB 
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.51 inches
  • ব্যাক ক্যামেরা: 8 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa-core
  • চিপসেট: MediaTek Helio P22 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 12 Go Edition (Funtouch 12)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 186 grams
  • মূল্য: ৳10,999

Vivo Y02s

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 3 GB 
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.51 inches
  • ব্যাক ক্যামেরা: 8 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, up to 2.35 GHz
  • চিপসেট: Mediatek Helio P35 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 12 (Funtouch 12)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 182 grams
  • মূল্য: ৳12,599 3/32 GB

শাওমি কম দামে ভালো ফোন ২০২৩

কম দামে শাওমির বেশ কিছু ভালো মানের ফোন রয়েছে। তাই আপনার বাজেট যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শাওমির কম দামে ভালো ফোন ক্রয় করতে পারেন। আপনি যদি শাওমি ফোন ক্রয় করেন তাহলে তা অন্যান্য ফোনের চেয়ে আপনাকে অনেক ভালো এক্সপেরিয়েন্স দিবে। যাই হোক নিচে শাওমি কম দামে ভালো ফোন ২০২৩ এর তালিকা তুলে ধরা হলো। 



Xiaomi Redmi A1

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 2 GB 
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.52 inches
  • ব্যাক ক্যামেরা: Dual 8+0.8 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Quad-core, 2.0 GHz
  • চিপসেট: MediaTek Helio A22 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 12 Go Edition (MIUI 12)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 192 grams
  • মূল্য: ৳9,999 2/32 GB

Xiaomi Redmi 10A

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 2 GB 
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.53 inches
  • ব্যাক ক্যামেরা: 13 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Octa core, up to 2.0 GHz
  • চিপসেট: MediaTek Helio G25 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 11 (MIUI 12.5)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 194 grams
  • মূল্য: ৳10,499

Xiaomi Redmi A1+

  • যোগাযোগ ব্যবস্থা: 2G, 3G, 4G, Bluetooth, usb
  • র‍্যাম: 3 GB 
  • রোম: 32 GB (eMMC 5.1)
  • ডিসপ্লে: 6.52 inches
  • ব্যাক ক্যামেরা: Dual 8+0.8 Megapixel
  • ফন্ট ক্যামেরা: 5 Megapixel
  • প্রসেসর: Quad-core, 2.0 GHz
  • চিপসেট: MediaTek Helio A22 (12 nm)
  • অপারেটিং সিস্টেম: Android 12 Go Edition (MIUI 12)
  • ব্যাটারি: Lithium-polymer 5000 mAh (non-removable)
  • ওজন: 192 grams
  • মূল্য: ৳11,999 3/32 GB

কম দামে ভালো বাটন ফোন

আপনি যদি কম দামে ভালো মানের বাটন ফোন ক্রয় করতে যান তাহলে নিম্ন বর্ণিত ফল গুলো আপনার জন্য উপযোগী হতে পারে। নিচে যে সকল ফোনের নাম তুলে ধরা হয়েছে তার সবগুলোই খুবই ভালো এক্সপেরিয়েন্স দিয়ে থাকে। তাই নিম্ন বর্ণিত যেকোনো একটি ফোন আপনি ব্যবহার করার জন্য অনায়াসে ক্রয় করতে পারেন। তো আসুন দেখে নেই কম দামে ভালো বাটন ফোনের নাম সমূহ। 

  • itel
  • Maximus
  • Winmax
  • Nokia 220
  • Symphony S45
  • Walton Olivo L25 
  • Walton L21 
  • Walton L10 
  • Symphony B12 
  • Walton L7 
  • Samsung Metro ৩৫০
  • Walton Olvio E100

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url