ব্রণ দূর করার ঔষধের নাম | ব্রণ দূর করার উপায় | acne clear face wash

ব্রণ দূর করার ঔষধের নাম হলো: Skilox, Glustaph, Flustar DS, Flux ইত্যাদি। এছাড়াও ব্রণ দূর করার আরো অনেক ঔষধ রয়েছে। নিচে আরো বেশ কিছু ব্রণ দূর করার ঔষধের নাম তুলে ধরা হবে। চলুন দেখে নেয়া যাক, ব্রণ দূর করার ঔষধের নাম।
সূচি নির্দেশনা

ব্রণ দূর করার ঔষধের নাম

ব্রণ খুবই বিরক্তিকর ও অস্বস্তিকর একটি সমস্যা। বিশেষ করে মুখে ব্রণ থাকলে তা অনেক দৃষ্টিকটু দেখায়। আর তাই যাদের সমস্যা রয়েছে তারা ব্রণ দূর করার ঔষধের নাম অনুসন্ধান করে থাকে। আপনারা যদি এই ধরনের কোন সমস্যা থেকে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কেননা এই আর্টিকেলটিতে ব্রণ দূর করার ঔষধের নাম সমূহ তুলে ধরা হবে। আশা করি নিম্ন বর্ণিত ঔষধ সমূহের নাম জেনে উপকৃত হতে পারবেন। তবে ঔষধ সমান করার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। ডাক্তারের পরামর্শ গ্রহণ না করে যদি আপনি ক্রিম ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। যাই হোক, চলুন দেখে নেয়া যাক, ব্রণ দূর করার ঔষধের নাম।

  • A flox
  • Eflucin
  • Flubex
  • Flucclox
  • Flucloxin
  • Glustaph
  • Flustar DS
  • Flux
  • Skill

ব্রণ দূর করার উপায় | bron dur korar upay

ব্রণ দূর করার ঔষধের নাম সমূহ ইতোমধ্যেই উপরে তুলে ধরা হয়েছে। আর্টিকেলটির এই অংশে ব্রণ দূর করার উপায় সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। নিম্ন বর্ণিত ব্রণ দূর করার উপায় সমূহ অবলম্বন করলে আশা করা যায় আপনি অল্প কিছুদিনের মধ্যেই আপনার ত্বকের ব্রণ সম্পূর্ণরূপে দূর করতে পারবেন। চলুন দেখে নেয়া যাক, ব্রণ দূর করার উপায় সমূহ। 

  • নিয়মিত মুখ ধৌত করা: দিনে দুবার, সকালে এবং রাতে, ভালো ব্রান্ডের ফেসওয়াশ দিয়ে আপনার মুখ ধুয়ে নিন। আপনি যদি নিয়মিত প্রতিদিন মুখ ধৌত করেন, তাহলে আশা করা যায় ব্র ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন। কেননা, আপনি যদি নিয়মিত মুখ ধৌত করেন তাহলে মুখে ময়লা আর জন্মানোর সুযোগ থাকবে না, ফলে ব্রণের সমস্যা হবে না।
  • ত্বক পরিষ্কার রাখুন: ত্বক যদি কখনো ঘেমে যায়, সাথে সাথে তা মুছে ফেলতে হবে। অথবা আপনি যদি মেকআপ করেন, তাহলে যথাযথভাবে মেকআপ তুলে ফেলতে হবে। এক কথায় সব সময় আপনার ত্বক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
  • হিট থেরাপি: সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আক্রান্ত স্থানে হিটথেরাপি দিতে পারেন। এতে করে ব্যথা থাকলে তা দূর হয়ে যাবে এবং ব্রণের সমস্যা অনেকাংশেই কমে আসবে। নিয়মিত যদি আপনি কিছুদিন হিট থেরাপি দেন, তাহলে আশা করা যায় ধীরে ধীরে ব্রণগুলো দূর হয়ে যাবে এবং নতুন ব্রণ উঠবে না।
  • খোঁচাখুঁচি বন্ধ করুন: আপনি যদি ব্রণ অধিক পরিমাণে খোঁচাখুঁচি করেন, তাহলে কিন্তু ব্রণের সমস্যা বেড়ে যাবে এবং ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। কেননা নখ দিয়ে ব্রণ খোঁচাখুঁচি করলে নখে থাকা জীবাণু ব্রণের সংস্পর্শে এসে সংক্রমনের সম্ভাবনা তৈরি হয়। তাই খোঁচাখুঁচি সম্পূর্ণ রূপে বন্ধ করতে হবে।
  • ওভার দ্যা কাউন্টার ক্রিম ব্যবহার করুন: ব্রণের সমস্যা যদি অধিক পরিমাণে বেড়ে যায় এবং অধিক ব্যথা অনুভূতি হয় সে ক্ষেত্রে তৎক্ষণাৎ ব্যথা থেকে মুক্তি পেতে ওভার দ্যা কাউন্টার ক্রিম ব্যবহার করতে পারেন। এতে করে তাৎক্ষণিকভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে স্থায়ীভাবে চিকিৎসা করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

মুখে ব্রণ কমানোর উপায় | mukher bron dur korar upay

আর্টিকেলটির উপরের অংশে ব্রণ দূর করার ঔষধের নাম, সমূহ উল্লেখ করা হয়েছে। নিচে মুখে ব্রণ কমানোর উপায় সমূহ বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। আপনি যদি নিম্ন বর্ণিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়েন তাহলে, মুখে ব্রণ কমানোর উপায় সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসুন তাহলে দেখে নেয়া যাক, মুখে ব্রণ কমানোর উপায় সমূহ। 

  • টি ওয়েল ব্যবহার করুন: টি ওয়েল বা চায়ের তেল ব্রণ দূর করার ক্ষেত্রে ধন্বন্তরি ঔষধ। সঠিক নিয়মে যদি আপনি টি ওয়েল ব্যবহার করতে পারেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যে অভূতপূর্ব ফলাফল পাবেন এবং আপনার ব্রণ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।
  • পর্যাপ্ত পানি পান করুন: আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন, তাহলে তা আপনার ব্রণ নিরাময় করতে সহায়ক হবে। কেননা আপনার শরীরের যদি পর্যাপ্ত পরিমাণে পানি না থাকে, তাহলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। আর শরীরে যদি হাইড্রেশনের সমস্যা থাকে তাহলে কিন্তু তা ক্ষত নিরাময়ে প্রতিবন্ধক হতে পারে। সুতরাং যদি আপনি দ্রুত ব্রণ থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
  • এলোভেরা জেল ব্যবহার করুন: এলোভেরাকে বলা হয় প্রাকৃতিক গুণের আধার। এলোভেরাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক পুষ্টিগুণ রয়েছে, যা ত্বকের যেকোনো ধরনের সংক্রমণ দূর করতে কার্যকর ভূমিকা পালন করে। তাই যদি আপনি সঠিক নিয়মে কিছুদিন এলোভেরা জেল ত্বকে ব্যবহার করতে পারেন, তাহলে আশা করা যায় ব্রণের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন
  • তৈলাক্ত কসমেটিকস পরিহার করুন: ত্বকে ব্রণ হওয়ার অন্যতম একটি কারণ হলো তৈলাক্ততা। ত্বকে যদি অধিক পরিমাণে তৈলাক্ত ভাব থাকে তাহলে ব্রণের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ত্বকে তৈলাক্ত ভাব বেড়ে যায় এমন কোন কসমেটিক ব্যবহার করা যাবে না। কেননা এই ধরনের কসমেটিক ব্যবহার করলে ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

দ্রুত ব্রণ দূর করার উপায় | how to get rid of acne

উপরে উল্লেখিত ব্রণ দূর করার ঔষধের নাম সমূহ জেনে আশা করি উপকৃত হয়েছেন। যাইহোক, আপনি যদি দ্রুত ব্রণ দূর করার উপায় জানতে চান, তাহলে আর্টিকেলের এই অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা নিচে দ্রুত ব্রণ দূর করার উপায় সমূহ বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। সুতরাং দ্রুত ব্রণ দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য নিম্ন বর্ণিত তথ্যগুলো পড়তে থাকুন।

  • পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করুন: আপনি যদি দীর্ঘদিন পর্যন্ত রাত জাগেন কিংবা পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর সুযোগ না পান তাহলে ব্রণ সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ব্রণের সমস্যা থেকে যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই সকাল-সকাল ঘুমাতে হবে এবং সকাল-সকাল ঘুম থেকে উঠতে হবে।
  • ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন: ব্রণের সমস্যা থেকে যদি আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে চান, তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করার বিকল্প নেই। ডাক্তারের পরামর্শক্রমে যদি আপনি ওষুধ সেবন করেন তাহলে আশা করা যায় দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
  • আক্রান্ত স্থান ঢেকে রাখুন: ব্রণগুলো ফেটে গিয়ে যদি খুব খারাপ অবস্থা ধারণ করে সেক্ষেত্রে সেগুলো ঢেকে রাখতে হবে। কেননা আপনি যদি থেকে না রাখেন, আর সেখানে যদি মাছি পরে তাহলে কিন্তু মুখে সংক্রমণ দেখা দিবে। তাই সংক্রমণ এড়াতে অবশ্যই আক্রান্ত স্থান ঢেকে রাখতে হবে।

ব্রণের দাগ দূর করার উপায়

ব্রণ দূর করার ঔষধের নাম সমূহ উপরে উল্লেখ করা হয়েছে। ব্রণ সেরে যাওয়ার পরেও কিন্তু তার দাগ বিদ্যমান থাকে। আপনি যদি ব্রণের দাগ দূর করতে চান, তাহলে নিম্ন বর্ণিত তথ্যগুলো খুবই মনোযোগের সাথে পড়তে হবে। 

কেননা নিচে ব্রণের দাগ দূর করার উপায় সমূহ সম্পর্কে আলোচনা করা হবে।  নিম্ন বর্ণিত ব্রণের দাগ দূর করার উপায় সমূহ অবলম্বন করার মাধ্যমে খুব সহজেই আপনি ব্রণের দাগ দূর করতে পারবেন। 

  • লেবুর রস: ত্বকে লেবুর রস ব্যবহার করে খুব সহজেই আপনি ব্রণের দাগ দূর করতে পারবেন। কেননা লেবুর রস ব্লিচিং সমৃদ্ধ যা ত্বকের দাগ সম্পূর্ণরূপে দূর করতে পারে। সামান্য পরিমাণে লেবুর রস তুলা দিয়ে ত্বকে ব্যবহার করুন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত কিছুদিন লেবুর রস ব্যবহার করলে আশা করি  ব্রণের কালো দাগ দূর হয়ে যাবে।
  • আলুর রস: আলুর রসে লাইকোপেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ব্রণের কালো দাগ দুধ করতে সাহায্য করতে পারে। একটি আলু কেটে কয়েক টুকরো করে তার রস আক্রান্ত স্থানে ব্যবহার করুন। এর পর ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। আলুর রস শুকিয়ে এলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • মধু: মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের কালো দাগ দূর করতে খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। সামান্য পরিমাণে মধু আক্রান্ত স্থানে ব্যবহার করে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন, তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। 
  • কাঁচা দুধ: কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড সামান্য তুলার মধ্যে অল্প পরিমাণে দুধ নিয়ে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এরপর যখন দুধ শুকিয়ে যাবে তখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে নিয়মিত কিছুদিন ব্যবহার করুন আশা করি ভালো ফলাফল পাবেন।
  • নারকেল তেল: নারকেল তেলে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের দাগ নিরাময় করার ক্ষেত্রে প্রায়শই ব্যবহার করা হয়। নারকেল তেল দাগের উপর লাগান এবং ১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপরে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো | bron dur korar face wash

ব্রণ দূর করার ঔষধের নাম উপরে উল্লেখ করা হয়েছে। নিচে, ব্রণ দূর করার ফেসওয়াশ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। আপনি যদি নিম্ন বর্ণিত তথ্যগুলো মনোযোগের সাথে পড়েন তাহলে জানতে পারবেন যে, ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো?

  • Breylee Acne Treatment Cleanser
  • Himalaya Neem Face Wash
  • POND,S ACNE SOLUTION face wash
  • Lakme Blush & Glow Face Wash 
  • Nivea Purifying Face Wash

একদিনে ব্রণ দূর করার উপায় | acne treatment

উপরে উল্লেখিত ব্রণ দূর করার ঔষধের নাম অনুসরণ করে ডাক্তারের পরামর্শক্রমে যদি আপনি সেই ঔষধ গুলো নিয়মিত সেবন করেন তাহলে আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আপনার ব্রণ দূর হয়ে যাবে। একদিনের ভিতর কখনোই ব্রণ দূর করা সম্ভব নয় তাই যদি কেউ আপনাকে এই ধরনের চিকিৎসা দিতে চায় যে একদিনের ভিতরেই দূর হয়ে যাবে, তাহলে অবশ্যই তার থেকে আপনাকে সাবধান থাকতে হবে। 
কেননা সে চিকিৎসার নামে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। তাই মনে রাখবেন একদিন বা দুই দিনের মধ্যে কখনোই ব্রণ দূর করা সম্ভব নয়। তাই এই ধরনের চটকদার বিজ্ঞাপনের দ্বারা প্রতারিত হবেন না। ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।

মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম | mukher bron dur korar cream

উপরে উল্লেখিত ব্রণ দূর করার ঔষধের নাম সমূহ জেনে আশাকরি উপকৃত হতে পেরেছেন। আর্টিকেলটির এই অংশে মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম সমুহেরে নাম উল্লেখ করা হবে। যাই হোক চলুন দেখে নেয়া যাক, মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম সমূহের নাম।

  • novaclear Acne Cream
  • Adaben Duo Gel
  • Clinface Gel
  • Dr Batra's Natural Anti-Acne Cream
  • Snownaii Anti Acne Night Cream
  • Siodil Anti-Acne Cream

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url